📢 সাধারণ বিজ্ঞান কুইজ 📢 কারেন্ট অ্যাফেয়ার্স 📢 ALL JE EXAM ELECTRICAL QUIZZES 📢 SSC EXAM CALENDER



চাইল্ড পেডাগজি থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর পার্ট 2

 চাইল্ড পেডাগজি থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর যা পশ্চিমবঙ্গ প্রাইমারী টেট, CTET পরীক্ষার জন্য খুবই প্রয়োজনীয় 




1। মুদালিয়র কমিশন কত সালে গঠিত হয়?

উঃ ১৯৫২ সালে 

2। সাধারণধর্মী শিক্ষা কথাটি প্রথম ব্যাবহার করেন কে?

উঃ জে বি কনান্ট 

3। নরমাল স্কুল প্রতিষ্ঠা করেন কে?

উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

4। ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয় কাকে?

উঃ রাজা রামমোহন রায়

5। গান্ধীজি বুনিয়াদি শিক্ষা চালু করেছিলেন কত সালে?

উঃ ১৯৩৭ সালে 

6। বিবেকানন্দের মধ্যে শিক্ষার মূল লক্ষ্য কি?

উঃ সম্পূর্ণ মানুষ তৈরি করা 

7। বিশ্বব্যাপী কম্পিউটারে সুসংগঠিত সংযোগ ব্যবস্থা কে কি বলে?

উঃ www 

8। রাশিবিজ্ঞান হলো

উঃ গণিতের একটি শাখা 

9। শিক্ষা সামগ্রিক সত্তার পরিমাপকে কি বলে?

উঃ মূল্যায়ন 

10। নিরাপত্তার চাহিদা কি ধরনের চাহিদা?

উঃ সামাজিক চাহিদা 

11। বেথুন কলেজ কত সালে স্থাপিত হয়?

উঃ ১৮৪৯ সালে 

12। শিশু প্রাক প্রাথমিক শিক্ষার শিক্ষাকাল হলো?

উঃ শৈশব 

13। সবচেয়ে নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতা হল?

উঃ মিন 

14। স্কিনারের পরীক্ষা ছিল

উঃ ইদুরের উপর 

15। ভারতে IGNOU স্থাপিত হয় কোথায়?

উঃ দিল্লিতে 

16। সর্বজনীন অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে সংবিধানের কত নম্বর ধারাতে?

উঃ ৪৫ নম্বর ধারায়

17। বুদ্ধির গঠন সংক্রান্ত তত্ত্বের প্রবক্তা হলেন-

 উঃ গিলফোর্ড 

18। আধুনিক শিক্ষার লক্ষ্য হলো বা শিক্ষার লক্ষ্য হওয়া প্রয়োজন -

উঃ ব্যক্তি ও সমাজের উন্নয়নের মধ্যে সমন্বয় সাধন

 19। শিম্পাঞ্জি কে নিয়ে পরীক্ষা করেন?

উঃ কোহলার 

20। "যেখানে নারীরা সম্মানিত হয়, সেখানে ভগবান বাস করেন" কথাটি কে বলেছেন?

উঃ বিদ্যাসাগর 

21। কিন্ডারগার্টেন শব্দটির অর্থ কি?

উঃ  শিশু উদ্যান 

22। গান্ধীজি তার শিক্ষা পরিকল্পনাটি প্রকাশ করেন কোন পত্রিকায়?

উঃ হরিজন পত্রিকায়

23। প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে কোন মত বৈষম্য রাখা চলবে না এই সুপারিশ করেন কোন কমিশন?

উঃ কোঠারি কমিশন

24। ভারতে Polytechnic নামে কারিগরি বিদ্যালয় স্থাপিত হয় কত সালে ?

উঃ ১৯৩৭ সালে 

25। "চরিত্র বলিষ্ঠ ও কর্মঠ করাই শিক্ষার প্রধান লক্ষ্য" উক্তিটি কে করেন ?

উঃ রবীন্দ্রনাথ ঠাকুর


Bharat Deal

Myself Arnab Mukhopadhyay from Kolkata, West Bengal, India..Diploma in Electrical Engineering from W.B.S.C.T.E. and currently working as Tech (Electrical) in Directorate of Lighthouses and Lightships under Ministry of Port, Shipping and waterways.

Post a Comment

Previous Post Next Post